Wellcome to National Portal
Main Comtent Skiped

ইউনিয়ন সম্পর্কিত

আয়তন:

জাহাজমারা ইউনিয়নের আয়তন ২১৩.২৩ বর্গ কিলোমিটার। এটি আয়তনের দিক থেকে নোয়াখালী জেলার সবচেয়ে বড় ইউনিয়ন। দিন দিন জাহাজমারা ইউনিয়নের আয়তন বাড়ছে। জাহাজমারা ইউনিয়নের পশ্চিমে নতুন করে একটি চর জেগে উঠেছে চারটির স্থানীয় নাম মধ্যের চর। বলা হয়ে থাকে এই চারটি নাকি বর্তমান জাহাজমারা ইউনিয়নের আয়তন থেকে অনেক বড়। এছাড়া জাহাজমারা ইউনিয়নের দক্ষিণে নতুন আরও একটি চর জেগে উঠেছে সেটিও অনেক বিশাল একটি চর সেই হিসেবে জাহাজমারা ইউনিয়নের আয়তন বাড়ছে।


জনসংখ্যা:

২০১১ সালের আদমশুমারী অনুযায়ী জাহাজমারা ইউনিয়নের জনসংখ্যা প্রায় ১ লক্ষ ৫০ হাজার। এটি হাতিয়া উপজেলার সবচেয়ে জনবহুল ইউনিয়ন।


অবস্থান ও সীমানা:

হাতিয়া উপজেলার মূল দ্বীপের সর্ব—দক্ষিণে জাহাজমারা ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের উত্তরে বুড়িরচর ইউনিয়ন ও সোনাদিয়া ইউনিয়ন, পশ্চিমে হাতিয়া চ্যানেল ও ভোলা জেলার মনপুরা উপজেলার সাকুচিয়া উত্তর ইউনিয়ন, দক্ষিণে হাতিয়া চ্যানেল ও নিঝুমদ্বীপ ইউনিয়ন এবং পূর্বে বঙ্গোপসাগর অবস্থিত।


প্রতিষ্ঠাকাল:

জাহাজমারা ইউনিয়নটি পূর্বে বুড়িরচর ইউনিয়নের অন্তর্গত ছিল। ১৯৫৮ সালে ইউনিয়নটি বুড়িরচর হতে আলাদা হয়ে স্বতন্ত্র ইউনিয়ন হিসেবে প্রতিষ্ঠিত হয়। তখন মোহাম্মদ আছাদুল হক মিয়া বুড়িরচর ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। তিনি ১৯৫৮ সাল হতে ১৯৭৩ সাল পর্যন্ত একাধারে জাহাজমারা ইউনিয়নের কাউন্সিলর প্রেসিডেন্ট, মৌলিক গণতন্ত্রের সময় ইউনিয়ন কাউন্সিলর চেয়ারম্যান এবং স্বাধীনতাকালীন রিলিফ কমিটির চেয়ারম্যান সহ মোট ১৫ বছর ক্ষমতায় ছিলেন। সেই হিসেবে তিনি জাহাজমারা ইউনিয়নের প্রতিষ্ঠাতা॥


নামকরণ:

জাহাজমারা ইউনিয়নের দক্ষিণ পূর্বে এবং পশ্চিমের মেঘনা নদী অত্যন্ত খরস্রোতা ও ডুবোচরের কারণে এখানে প্রায়ই জাহাজ ডুবির ঘটনা ঘটতো। ফলে এখানে প্রচুর জাহাজ মারা যেত, যার ফলে নামকরণ করা হয় জাহাজমারা। ১৭৮০ সালে জেমস রেনেল ম্যাকপার্শ্বনকে ডুবচর হিসেবে উল্লেখ করেন সে হিসাবে ইউনিয়নটির বয়স আনুমানিক ৫০০—৬০০ বছর হবে এবং জনবসতি গড়ে উঠে ২২০—২৩০ বছর আগে॥


প্রশাসনিক কাঠামো:

জাহাজমারা ইউনিয়ন হাতিয়া উপজেলার আওতাধীন ১০নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম হাতিয়া থানার আওতাধীন, তবে জাহাজমারা পুলিশ তদন্ত কেন্দ্র (থানা) এর মাধ্যমে এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম চলে। এটি জাতীয় সংসদের ২৭৩নং নির্বাচনী এলাকা নোয়াখালী—৬ এর অংশ। এটি ১১টি মৌজায় বিভক্ত। যথা:

জাহাজমারা

১.  চর বিরবিরি

২. পূর্ব চর বিরবিরি

৩. মোহাম্মদপুর

৪. ম্যাকপার্শ্বন

৫. চর হেয়ার

৬. নতুন সুখচর

৭. মোক্তারিয়া

৮. রাস্তার চর

৯. চর ইউনুছ

১০. চর মিজান